কৃষক পার্টির নতুন কমিটি, আহ্বায়ক চাকলাদার

কৃষক পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের দলে চলে যাওয়ায় কৃষক পার্টি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। কমিটির আহ্বায়ক হয়েছেন এবিএম লিয়াকত হোসেন চাকলাদার। তিনি আগের কমিটির সেক্রেটারি ছিলেন।
রোববার (৫ মে) দলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে ও পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর সুপারিশে আগামী ৪ মাসের মধ্যে সব উপজেলা, জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন করার শর্তে এবিএম লিয়াকত হোসেন চাকলাদারকে আহ্বায়ক, মো. কাজী জামাল উদ্দিন, শেখ হুমায়ুন কবির শাওন, মো. রমজান আলী ভূঁইয়া, আব্দুল কুদ্দুস মানিক, আব্দুল হামিদ সরকার, প্রকৌশলী এম এ মুনিম চৌধুরী বুলবুল, হাজী মো. শাহাবুদ্দিন, আলহাজ আব্দুল আলিম, মো. মোস্তফা কামাল, এনামুল হক বেলাল এবং মো. রাজিউর রেজা স্বপন চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করে ৯৩ সদস্য বিশিষ্ট জাতীয় কৃষক পার্টি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে বলেও জানানো
নঈমুদ্দীন/এনএইচ