বিএনপি নেতা খায়রুল কবির খোকন কারামুক্ত

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার (৮ মে) দুপুর সাড়ে ১২টায় তিনি কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন।
কারাগারের ডেপুটি জেলার আমিনুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে যেসব মামলা ছিলো, সেগুলো যাচাই-বাছাই করা হয়েছে এবং যথাযথভাবে জামিনও তিনি পেয়েছেন। এ কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
মুক্তির পর কারাফটকে খোকনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরে এলাহী, জেলা বিএনপির সদস্য রফিকুল আমিন ভূঁইয়া রুহেলসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
/এমএ/মাকসুদ/এসবি/