ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

বিকেলে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১১ মে ২০২৪   আপডেট: ১২:১৫, ১১ মে ২০২৪
বিকেলে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ

আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আজ। শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মোহাম্মদপুর আড়ংয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অনেকে বলে আমরা পাল্টাপাল্টি সমাবেশ করছি, আসলে আমরা কোনো সমাবেশ করছি না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সংসদীয় এলাকায় শনিবার আমরা একটি শান্তি ও উন্নয়ন সমাবেশ করব। সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এই সমাবেশে বক্তব্য রাখবেন দলটির কেন্দ্রীয় নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

পারভেজ/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়