নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশ আজ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৩:০২, ১১ মে ২০২৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা প্রদান, নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
শনিবার (১১ মে) বেলা ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, গত ৭ মে পবিত্র ওমরাহ পালন শেষে ঢাকায় ফেরারর পর কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি মির্জা ফখরুল। আজই প্রথম দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
এমএ/কেআই