হায়দার আকবর খান রনোর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
হায়দার আকবর খান রনো
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা হায়দার আকবর খান রনোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১১ মে) এক শোকবার্তায় বিএনপির মহাসচিব বলেছেন, হায়দার আকবর খান রনোর মৃত্যুর সংবাদে তার পরিবার—পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যথী।
মির্জা ফখরুল বলেন, মার্কসবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রনো পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ছিলেন ত্যাগী ও সত্যিকারের নিবেদিতপ্রাণ দেশপ্রেমিক রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তিনি দেশমাতৃকার স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
হায়দার আকবর খান রনোর চিরবিদায়ে রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে, জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখে স্বৈরশাহীর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সোচ্চার থেকেছেন। আমৃত্যু এই গুণী রাজনীতিবিদ গণমানুষের মুক্তির পক্ষে নিরন্তর সংগ্রাম করে গেছেন।
শোকবার্তায় আরও বলা হয়, বর্তমান এই দুঃসময়ে তার মতো রাজনীতিকের মৃত্যু নিঃসন্দেহে গভীর দুঃখের ও বেদনার। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এমএ/রফিক