ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ১২ মে ২০২৪  
মা বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ: ফখরুল

আজ রোববার (১২ মে), আন্তর্জাতিক মা দিবস। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১১ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে ফখরুল বলেন, আন্তর্জাতিক মা দিবসে বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করি। মা বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ। জন্মের পর থেকে এ শব্দটি সব থেকে বেশি উচ্চারিত হয়।

তিনি বলেন, মায়ের প্রতি সম্মান জানাতে প্রতিদিনই মা দিবস পালন করা উচিৎ। সন্তানের জীবনের যেকোনো সাফল্যে মায়ের অবদান অপরিসীম। মা একটি পবিত্র শব্দ, যে ভাষায় তাকে সম্বোধন করা হোক না কেনো। সর্বকালে সর্বক্ষেত্রে সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগের ভালোবাসার রূপ অনেকটা অভিন্ন। মা সন্তানের জন্য, সন্তানের বেঁচে থাকা ও মঙ্গল কামনায় নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেন।

বিএনপির মহাসচিব বলেন, কেবল মায়েরাই সন্তানদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। তিনি সন্তানের জন্য কষ্ট যাতনা নীরবে সহ্য করেন, অসীম ত্যাগ স্বীকার করেন। মা’র অনুগ্রহ ছাড়া যেকোনো প্রাণীরই প্রাণধারণ করা অসম্ভব। সত্যের জন্য, সম্মানের জন্য, আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। অনেক শক্তির আধার একজন মা।

তিনি আরও বলেন, ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের অগ্রগতির জন্য অবদান রেখেছিলেন তা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে, সেই 'গণতন্ত্রের মা' বেগম খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে বন্দি করে রাখা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে মানুষ হিসেবে তার উন্নত চিকিৎসা করার অধিকার। অথচ আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এদেশে তার অবদান কিংবদন্তিতুল্য। এই মহিমান্বিত দিবসে আমি তার সুস্বাস্থ্য কামনা করছি।

/ঢাকা/এমএ/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়