ডোনাল্ড লু’র ঢাকা সফরে উৎসাহী আ.লীগ: জয়নুল আবদীন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর ঘিরে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার উৎসাহী বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমদানি করা ভারতীয় খাদ্যপণ্য যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার দাবি জানান জয়নুল আবদীন ফারুক।
এ সময় আওয়ামী লীগ সরকার দেশে বাকশাল কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র এ নেতা।
তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর ঘিরে উৎসাহী আওয়ামী লীগ, বিএনপি নয়।
/ঢাকা/এমএ/মেহেদী/