গণফোরাম-বিপিপি ও গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক বিকেলে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বৈঠক করবে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি এবং গণতন্ত্র মঞ্চ।
বুধবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি-বিপিপি এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় গণতন্ত্র মঞ্চ’র নেতাদের সঙ্গে পৃথক দুটি বৈঠক বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
বৈঠকের খবরটি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
/এমএ/এসবি/