ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির বিভিন্ন কর্মসূচি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ৩০ মে ২০২৪  
জিয়ার মৃত্যুবার্ষিকীতে বিএনপির বিভিন্ন কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩০ মে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে-বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় শেরেবাংলা নগরস্থ চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পন ও দোয়া মাহফিল।

এতে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতাসহ অঙ্গ ও সংগঠনের নেতারা।

জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমে আগারগাঁও লায়ন চক্ষু হাসপাতাল সামনে, এরপর বিএনপি মহাসচিব পর্যায়ক্রমে রাজধানীর কয়েকটি স্থানে অসহায়দের মধ্যে খাবার বিতরণ করবেন।

এছাড়া জাতীয়তাবাদী আইনজীবীদের আয়োজনে হাইকোর্টের মাজারের সামনে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি শাহবাগ থানার উদ্যোগে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সামনে, নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালিত হবে।

দুপুর ১২ টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খাদ্য বিতরণ করবেন তার শাহজাহানপুরের বাসভবনের সামনে। সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি মিরপুর পল্লবী শপিং সেন্টারের সামনে বিতরণ করবে। এতে উপস্থিত থাকবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

/এমএ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়