ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

দলীয় সেমিনারে যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছেন ফখরুল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৪ জুন ২০২৪  
দলীয় সেমিনারে যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছেন ফখরুল 

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ দিতে আজ (মঙ্গলবার) চট্টগ্রামে যাচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৪ জুন) তিনি চট্টগ্রামে  ‘জাতিসত্তার রূপকার: রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক সেমিনারে যোগ দিবেন।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম মিলনায়তনে নাগরিক সমাজের সংগঠন ‘চট্টগ্রাম ফোরাম’র উদ্যোগে এই সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মির্জা ফখরুল। এই সেমিনারে বুদ্ধিজীবী ও পেশাজীবীরা বক্তব্য রাখার কথা রয়েছে।

চট্টগ্রাম নগর বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সেমিনার অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সফল করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরইমধ্যে সেমিনার সফল করার জন্য প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। মহাসচিবের সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এমএ/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়