ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিলো আওয়ামী লীগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২২ জুন ২০২৪  
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপিকে দাওয়াত দিলো আওয়ামী লীগ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল ২৩ জুন। নিজেদের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিকে দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ। 

শুক্রবার (২১ জুন) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী আওয়ামী লীগের দাওয়াত কার্ড গ্রহণ করেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত কার্ড বিএনপি অফিসে পৌঁছে দিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ। দাওয়াতপত্র গ্রহণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী।

এমএ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়