ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

নিবিড় পর্যবেক্ষণে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২২ জুন ২০২৪   আপডেট: ১২:৩১, ২২ জুন ২০২৪
নিবিড় পর্যবেক্ষণে রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলছে 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন। 

শুক্রবার মধ্যরাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে অ্যাম্বুলেন্সে করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে সিসিইউতে ভর্তি করা হয়।  

শনিবার (২২ জুন) সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, ম্যাডামের অবস্থা ভালো নয়। তিনি নানাবিধ জটিলতায় আক্রান্ত। গতকাল রাত থেকে তিনি অতিরিক্ত শ্বাসকষ্টে ভুগছেন। তার জন্য দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি।  

প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করছেন।

এমএ/ইমন 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়