ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ২৫ জুন ২০২৪   আপডেট: ১৮:০০, ২৫ জুন ২০২৪
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন জন পথচারী আহত হয়েছেন বলেও বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৫টার পরে অজ্ঞাত দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটান বলে জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং।

তিনি বলেন, কয়েকটি মোটরসাইকেলে একদল দুর্বৃত্ত এসে বিএনপির কার্যালয়ের অপর পাশের সড়ক থেকে কার্যালয় লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো কার্যালয়ের লাইব্রেরির সামনে বিস্ফোরিত হয়। এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, এই ঘটনার পর বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমএ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়