ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের পদবঞ্চিতদের বিরুদ্ধে অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৬ জুন ২০২৪  
ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের পদবঞ্চিতদের বিরুদ্ধে অভিযোগ

ছাত্রদলের ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে নয়াপল্টনে শুভেচ্ছা মিছিল করেছেন পদধারীরা।

গতকাল মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে ৩-৪টি ককটেল বিস্ফোরণ হয়।

বু্ধবার (২৬ জুন) বিএনপির কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, কমিটিতে পদ না পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন নেতাকর্মীরা। ফলে পদবঞ্চিত নেতারা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও তাদের অনুগত কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন নেতারা।

তবে কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটিতে পদ না পাওয়া জিহাদুল রঞ্জু বলেন, কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সম্পর্কে আমরা কিছুই জানি না। সদ্য ঘোষিত কমিটির অনিয়ম ধামা-চাপা দিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেরাই এ নাটক করে থাকতে পারেন।

এ প্রসঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিষ্ফোরণ কারা করেছেন, নিশ্চিত হওয়া যায়নি। তবে, পদবঞ্চিতদের কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

/এমএ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়