ঢাকা     শনিবার   ২৯ জুন ২০২৪ ||  আষাঢ় ১৫ ১৪৩১

দেশে দুর্নীতি নেই, এমন দাবি তো করছি না: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১১, ২৬ জুন ২০২৪   আপডেট: ১৬:১২, ২৬ জুন ২০২৪
দেশে দুর্নীতি নেই, এমন দাবি তো করছি না: কাদের

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি এখন সারা বিশ্বেই হচ্ছে। এটা বাংলাদেশে বিচ্ছিন্ন কোনও বিষয় নয়। এখানে দুর্নীতি নেই এমন দাবি তো আমরা করছি না। আর দুর্নীতি যে সরকারি কর্মকর্তারা করেন আর রাজনীতিবিদরা করেন না, এটা তো বলা ঠিক নয়। কারণ, আমরা যখন কথা বলি আমি সবার কথাই বলছি। তখন আমাদের প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা উচিত।

বুধবার (২৬ জুন) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিআরটিসির শাটল বাস উদ্বোধনকালে এ কথা ব‌লেন সেতুমন্ত্রী।

তি‌নি ব‌লেন, দুর্নীতির তদন্ত করার অধিকার আছে দুর্নীতি দমন কমিশনের। এ স্বাধীনতায় সরকার কোনও প্রকার হস্তক্ষেপ করেনি এবং করবেও না। দুর্নীতি যেই করুক, সরকারের জিরো টলারেন্স। প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স।

ওবায়দুল কাদের বলেন, আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি। আর আমার এখানেও তো করাপশন আছে। নেই? অবশ্যই আছে। আমি মনে করি, এখানে দুদক আছে। আর দুদক প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে অটল এবং দুদক স্বাধীন।

পারভেজ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়