ঢাকা     শুক্রবার   ০৫ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২১ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তি দাবি

তিন দিনের আন্দোলন কর্মসূচির আজ শেষ দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ৩ জুলাই ২০২৪   আপডেট: ১৪:০০, ৩ জুলাই ২০২৪
তিন দিনের আন্দোলন কর্মসূচির আজ শেষ দিন

ফাইল ছবি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের আন্দোলন কর্মসূচির আজ (বুধবার) শেষ দিন। সারাদেশে দলীয় রাজনৈতিক বিভাগ ও জেলা পর্যায়ে কর্মসূচি পালন করছে বিএনপি।

বুধবার (৩ জুলাই) বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিভিন্ন রাজনৈতিক বিভাগ ও জেলায় নেতৃত্বদানকারী নেতারা হচ্ছেন রংপুর বিভাগ: পঞ্চগড় জেলায় সুলতান সালাহউদ্দিন টুকু, ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন, সৈয়দপুরে ডা. ফরহাদ হালিম ডোনার, নীলফামারীতে আনিসুজ্জামান খান বাবু, লালমনিরহাটে আসাদুল হাবিব দুলু, কুড়িগ্রামে  আব্দুল হাই শিকদার, গাইবান্ধায় মীর সরাফত আলী সপু।

রাজশাহী বিভাগ: বগুড়া জেলায় আলতাফ হোসেন চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নওগাঁয় আবুল কালাম সিদ্দিকী, নাটোরে মোসাদ্দেক হোসেন বুলবুল, সিরাজগঞ্জে মিজানুর রহমান মিনু, পাবনায় হেলালুজ্জামান তালুকদার লালু, জয়পুরহাটে সৈয়দ শাহিন শওকত।

খুলনা বিভাগ: মেহেরপুর জেলায় অনিন্দ্য ইসলাম অমিত, কুষ্টিয়ায় শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গায় জহির উদ্দিন স্বপন, ঝিনাইদহে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যশোরে বাবু গয়েশ্বর চন্দ্র রায়, মাগুরায় অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, নড়াইলে অধ্যক্ষ সোরাব উদ্দিন, বাগেরহাটে শামীমুর রহমান শামীম, সাতক্ষীরায় আজিজুল বারী হেলাল।

বরিশাল বিভাগ: বরগুনায় জেলায় বিলকিস জাহান শিরিন, পটুয়াখালীতে এ বি এম মোশারফ হোসেন, ভোলায় অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার, ঝালকাঠিতে লায়ন হারুন অর রশিদ, পিরোজপুরে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার।

ঢাকা বিভাগ: মানিকগঞ্জ জেলায় মির্জা আব্বাস, মুন্সীগঞ্জে  ড. আসাদুজ্জামান রিপন, টাঙ্গাইলে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নরসিংদীতে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।

ময়মনসিংহ বিভাগ: কিশোরগঞ্জ জেলায় ওয়াহাব আকন্দ, জামালপুরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শেরপুরে অধ্যাপক ড. মামুন আহম্মেদ,  নেত্রকোনায় অ্যাডভোকেট আহম্মেদ আযম খান।  

ফরিদপুর বিভাগ: রাজবাড়ী জেলায় অধ্যাপক সুকোমল বড়ুয়া, মাদারীপুরে জহরুল ইসলাম শাহাজাদা মিয়া, শরিয়তপুরে ডা. রফিকুল ইসলাম।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ জেলায় ড. এনামুল হক চৌধুরী, মৌলভী বাজারে আরিফুল হক, হবিগঞ্জে খন্দকার আব্দুল মোক্তাদির।

কুমিল্লা বিভাগ: বি-বাড়ীয়া জেলায় জয়নুল আবেদীন ফারুক, চাঁদপুরে মনিরুল হক চৌধুরী।

চট্টগ্রাম বিভাগ: ফেনী জেলায় খায়ের ভূঁইয়া, নোয়াখালীতে মো. শাহজাহান, লক্ষ্মীপুরে আব্দুল আউয়াল মিন্টু ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রাঙ্গামাটিতে মাহবুবের রহমান শামীম, বান্দরবানে লুৎফর রহমান কাজল, কক্সবাজারে বরকত উল্লাহ বুলু।

/এমএ/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়