মির্জা ফখরুলকে বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের

ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
গত বুধবার হৃদরোগের সমস্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। ভর্তির পর মির্জা ফখরুলের হার্টের এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রামের রিপোর্ট ভালো আসে। একরাত হাসপাতালে থেকে বৃহস্পতিবার সকালে বাসায় ফেরেন বিএনপি মহাসচিব।
রোববার (১৪ জুলাই) আবারও বিএনপি মহাসচিবের এনজিওগ্রাম করা হয়। এবারও রিপোর্ট ভালো এসেছে। তারপরও পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। চিকিৎসকের পরামর্শ মতে বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমএ/এনএইচ