ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা করে ছাত্রলীগের দায় দিচ্ছে: ইনান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৩, ১৫ জুলাই ২০২৪  
ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা করে ছাত্রলীগের দায় দিচ্ছে: ইনান

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেছেন, তারা ছদ্মবেশে মেয়েদের ওপর হামলা করে অন্যদের (ছাত্রলীগ) দিকে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এ ধরনের ঘৃণ্য অপচেষ্টার নিন্দা ও প্রতিবাদ জানাই। 

সোমবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইনান বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় রাস্তায় নেমেছি। বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০০ শিক্ষার্থীর ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। বিভিন্ন এলাকা থেকে মানুষজন এসে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে। এসমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন।

তিনি আরও বলেন, আমরা সব সময় বলেছি, কোটার যৌক্তিক সংস্করণ চাই। আমরা আশা করছি এর যৌক্তিক সংস্কার হবে।

রায়হান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়