বিচার বিভাগীয় তদন্তে গঠিত কমিশনের পরিধি বিস্তৃতের দাবি

সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাবলির নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো।
এসব ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা ও তালিকা নিরূপণ এবং কি পরিস্থিতিতে এ সব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা নির্ধারণের জন্য এ নিয়ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের পরিধি বিস্তৃত করণের দাবি জানিয়েছে দলটির নেতারা।
রোববার (২৮ জুলাই) পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় এ দাবি জানানো হয়।
সভায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে দোষী-নির্দোষ নির্বিশেষে গণগ্রেফতার ও গ্রেফতার বাণিজ্যে মানুষকে হয়রানিতে উদ্বেগ প্রকাশ করা হয়। একইসঙ্গে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানানো হয়।
পার্টির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত পলিটব্যুরোর সভার শুরুতে কোটা আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য ও পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ, মুস্তফা লুৎফুল্লাহ, অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।
/ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী/