ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ২০:০৮, ২৯ জুলাই ২০২৪
১৪ দলের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা

১৪ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়েছে।

এর আগে ২৩ মে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন জোটপ্রধান শেখ হাসিনা।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতাকারীদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বনানীর সেতু ভবন ও মহাখালীর দুর্যোগ ভবন পরিদর্শন করেছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দলের নেতারা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে নেতারা সেখানে যান। 

পারভেজ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়