ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

মহানগর নেতাদের নিয়ে আ.লীগের যৌথসভা মঙ্গলবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৭, ২৯ জুলাই ২০২৪  
মহানগর নেতাদের নিয়ে আ.লীগের যৌথসভা মঙ্গলবার

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগ’র কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথসভা হবে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া রোববার (২৮ জুলাই) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আরপি/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়