মঞ্জুকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এবি পার্টির
মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে দলটি।
সোমবার (২৯ জুলাই) রাতে এবি পার্টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
এবি পার্টির প্রচার সম্পাদক আনোয়ার সাদাত মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বলেন, ‘সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে মজিবুর রহমান মঞ্জুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। তাকে কোথায় নেওয়া হয়েছে তা ডিবি থেকে আমাদের জানানো হয়নি।’
তিনি আরও বলেন, ‘মজিবুর রহমান মঞ্জু কয়েকদিন ধরে অসুস্থ। তিনি পুলিশের গুলিতে আহত ছিলেন। এমন অবস্থায় গভীর রাতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে।’
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে মুক্তির দাবি জানিয়েছে এবি পার্টি।
/নঈমুদ্দীন/এসবি/