মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সকল মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হয়ে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের আহ্বান জানিয়েছে ‘মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ’।
বুধবার (৩১ জুলাই) রাজধানীর তোপখানা রোডে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতির আলোকে এক সভায় এই আহ্বান জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব শাহজাহান কবির বীর প্রতীক।
শাহজাহান কবির বীর প্রতীক বলেন, ‘কোটা আন্দোনের নামে ইতোমধ্যে দেশব্যাপী স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর সশস্ত্র নগ্ন হামলা, অগ্নিসন্ত্রাস ও লুটপাটে দেশব্যাপী নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা হয়েছে। এতে শতাধিক প্রাণহানী ও অনেকে আহত হয়েছে। এ ঘটনায় জনজীবন বিপর্যস্তসহ সরকারি-বেসরকারি সম্পত্তি স্থাপনা ধংসের সাথে জড়িত ও মদদদাতাদের দ্রুত আইনের আওতায় এনে যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করা হোক।’
তিনি আন্দোলনে নিহত ও আহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসআরপি/টিপু