জাপার কাকরাইল অফিসে হামলা-অগ্নিসংযোগ, লুটপাট
জাতীয় পার্টির কাকরাইল অফিসে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে এ হামলার ঘটনা ঘটে। রাতে দলটির উপদপ্তর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস তালাবদ্ধ ছিল। বিকেল ৪টার দিকে বিএনপি সমর্থিত একদল লোক দালাল ধর, দালাল ধর বলে শ্লোগান দিয়ে তালা ভেঙে অফিসে ঢুকে ভাঙচুর চালায়। তারা নিচে রুম থেকে কম্পিউটার, দপ্তরের সব কম্পিউটার, আলমারি, ফ্যান, এসি, এমনকি পানির পাম্প, মিটার, বৈদ্যুতিক তারও কেটে নিয়ে যায়। যাওয়ার সময় অফিসের সামনে পুরান চেয়ার জড়ো করে আগুন ধরিয়ে দেয়। তারপর চলে যায়।
তিনি জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা লুটপাট চালায়। এ সময় পল্টন থানাকে অবহিত করলে পরে পুলিশ আসে। তখন তারা চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর তারা আবারও আসে। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। বিষয়টি দলের চেয়ারম্যান ও মহাসচিবকেও জানানো হয়েছে।
জানা গেছে, জাপার কাকরাইল অফিস ছাড়াও দলের চেয়ারম্যানের বনানী অফিসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
/নঈমুদ্দীন/এসবি/