ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

বিএনপির সমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া ও তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:১৮, ৭ আগস্ট ২০২৪
বিএনপির সমাবেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া ও তারেক রহমান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। দলটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির এমন তথ্যে বেশ উজ্জীবিত হয়েছেন নেতাকর্মীরা। বুধবার (৭ আগস্ট) দুপুরের পর নতুন খবর ছড়িয়েছে। আজকের সমাবেশে বক্তব্য রাখবেন খোদ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও।

বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার বক্তব্য সমাবেশে ভিডিও আকারে প্রচারিত হবে। ইতোমধ্যে ভিডিও ধারণ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ভিডিও বার্তায় বেগম খালেদা জিয়া দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের নিন্দা জানাবেন। পাশাপাশি নেতাকর্মীসহ সাধারণ মানুষকে শান্ত থাকার, হামলাকারীদের প্রতিরোধ করার আহ্বান জানাবেন।

কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে বুধবার বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়েছে। এ সময় আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ৩টা ৪০ মিনিটে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি তারেক রহমান সমাবেশে যোগ দেন। এছাড়াও বক্তব্য রাখছেন দলের শীর্ষ নেতারা।

এমএ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়