শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জয়ের নতুন বার্তা
রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম
সজীব ওয়াজেদ জয়
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে চলে গেছেন শেখ হাসিনা। তার চলে যাওয়ায় সংকটে পড়েছে আওয়ামী লীগ। শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর তার পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছিলেন, মা আর দেশে ফিরবে না এবং রাজনীতি করবেন না।
তবে, এবার শেখ হাসিনার দেশের ফেরা নিয়ে নতুন তথ্য দিলেন জয়। তার দাবি, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা। তবে, ওই নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন কি না, সে সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা দেননি জয়।
সোমবার (৫ আগস্ট) আন্দোলনের মুখে দেশ থেকে ভারত যান শেখ হাসিনা। তার যাওয়ার পর দেশের চলমান সংকট সমাধানে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।
টাইমস অব ইন্ডিয়াকে যুক্তরাষ্ট্র থেকে সজীব ওয়াজে জয় জানান, তার মা শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আয়োজন করলেই তার মা দেশে ফিরবেন। তবে, ৭৬ বছর বয়সী শেখ হাসিনা ওই নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, সে সম্পর্কে জয় কিছু জানায়নি।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘রাজনীতি নিয়ে আমার কখনওই উচ্চাকাঙ্ক্ষা ছিল না। কিন্তু, চলমান পরিস্থিতিতে বাংলাদেশে নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় দলের প্রয়োজনে আমাকে সক্রিয় হতে হবে এবং সামনের সারিতে থেকেই কাজ করব।’
সূত্র: রয়টার্স
/এসবি/