ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

দেশব্যাপী হতাহতের ঘটনায় জাতিসংঘকে তদন্তের আহ্বান তরীকত ফেডা‌রেশ‌নের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৫৩, ১৪ আগস্ট ২০২৪
দেশব্যাপী হতাহতের ঘটনায় জাতিসংঘকে তদন্তের আহ্বান তরীকত ফেডা‌রেশ‌নের

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র ক‌রে দেশব্যাপী হতাহতের ঘটনায় জাতিসংঘকে তদন্ত করার জন‌্য আহ্বান জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ তরীকত ফেডা‌রেশ‌ন (বি‌টিএফ)।

বুধবার (১৪ আগস্ট) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের কাছে হস্তান্তর করা লিখিত চিঠিতে এ আহ্বান জানিয়েছেন দল‌টির চেয়ারম্যান সৈয়দ নজীবুল বশর মাইজভান্ডারী। এ সময় তার স‌ঙ্গে ছিলেন তরীকত ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার ও যুগ্ম মহাসচিব ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী।

বি‌টিএফ’র চেয়ারম‌্যান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হ‌বে। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সহ‌যো‌গিতা কর‌তে হ‌বে। 

দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য আইএমএফ ও বিশ্বব্যাংকের সহযোগিতা, স্বাধীনভাবে মত প্রকাশ ও সাংবাদিকতা করার লক্ষ্যে ডিজিটাল আইনসহ বিভিন্ন বিতর্কিত আইনের সংস্কার; দরবার, দরগাহ, মাজার ভাঙচুর ও সংখ্যালঘুদের ওপর হামলার বিচার এবং নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনসহ আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।

ড. বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, কোটা সংস্কার আন্দোলনে মানুষ হত্যকারীদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য জাতিসংঘের নেতৃত্বে আমরা তদন্তের আহ্বান জা‌নি‌য়ে‌ছি। তরীকত ফেডারেশনের পক্ষ হতে এ বিষয়ে চিঠি হস্তান্তর করা হয়ে‌ছে।

নঈমুদ্দীন/পারভেজ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়