ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

আলেম হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি হেফাজতের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১২, ১৪ আগস্ট ২০২৪  
আলেম হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি হেফাজতের

আলেমদের হত্যা ও নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার (১৪ আগস্ট) এক বিবৃ‌তি‌তে সংগঠন‌টির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ দা‌বি জানান।

বিবৃতিতে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি, স্বৈরাচার হাসিনার শাসনামলে আলেমদের ওপর যারা হত্যাকাণ্ড চালিয়েছিল এবং যারা প্রতিবাদী আলেমদের মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করেছে, তাদের প্রত্যেককে অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ফ্যাসিস্ট হাসিনার হত্যাকাণ্ড ও জুলুম-নির্যাতনকে যেসব বুদ্ধিজীবী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সমর্থন জুগিয়েছিল, তাদেরকেও প্রমাণসাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে।

হেফাজত নেতারা বলেন, আমরা ২০১৩ সালের ৫ মে হেফাজতের গণজমায়েতে নৃশংস গণহত্যা, ২০২১ সালে মোদিবিরোধী বিক্ষোভে পুলিশি হত্যাযজ্ঞ এবং এ বছরের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। শিগগিরই আমরা চিহ্নিত খুনি ও খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে মামল করব, ইনশাআল্লাহ।

‘এতটা বছর আমাদের ওপর হাসিনার সরকার ভয়াবহ রাষ্ট্রীয় নির্যাতন ও দমন-পীড়ন জারি রেখেছিল। আলেমদের মধ্যে ষড়যন্ত্রমূলক বিভক্তি তৈরি করে, বলপূর্বক মাদরাসা বন্ধের হুমকি দিয়ে এবং নানাভাবে আলেমদের সম্মানহানি করে তাদের দমিয়ে রাখার সব রকম চেষ্টাই তারা করেছিল। কিন্তু, খুনি ফ্যাসিস্ট জালিমদের শেষরক্ষা হয়নি৷ নজিরবিহীন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের পতন ঘটল,’ যোগ ক‌রেন তারা।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়