ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

কোটা আন্দোলনে আহতদের পাশে বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:০৭, ১৭ আগস্ট ২০২৪
কোটা আন্দোলনে আহতদের পাশে বিএনপি

কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজ নিতে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ডা. রফিকুল ইসলাম মুগদা হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতাকে দেখতে যান।

এ সময় তিনি আহতদের চিকিৎসার খোঁজ নেওয়ার পাশাপাশি কোটা আন্দোলনে আহত হয়ে মুগদা হাসপাতালে ভর্তি সকলকে আর্থিক সহায়তা প্রদান করেন। এর মধ্যে তিনজন গুরুতর আহত রোগী মুগদা থেকে উন্নত হাসপাতালে ভর্তি করে চিকিৎসার সুযোগ করে দেন।

এমএ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়