গ্রাম পুলিশের দাবির সাথে ইসলামী আন্দোলনের একাত্মতা
গ্রাম পুলিশের সব নৈতিক দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে দাবি-দাওয়া মেনে নিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
সোমবার (১৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অনশনরত গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি এ আহ্বান জানান।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার দেশকে শোষণ করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। লুটপাট করে দেশের সব টাকা বিদেশে পাচার করে দেশকে ভয়াবহ অর্থনৈতিক দেউলিয়ার মধ্যে ফেলে দিয়েছে। ফ্যাসীবাদী সরকারের প্রতিটা এমপি, মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী সকলে মিলে দেশকে ধ্বংস করে ফেলেছে। এমনকি, শেখ হাসিনার অফিসের পিয়নও নাকি ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। তাহলে সহজেই অনুমেয় যে, দলের নেতাকর্মী, প্রশাসনের আমলা, কর্মচারীরা কী পরিমাণে লুটপাট করেছে। এখন এসব টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করতে হবে। আর গ্রাম পুলিশরা দু’মুঠো ডাল-ভাত খেয়ে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে।
গ্রাম পুলিশদের আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে তিনি বলেছেন, গ্রাম পুলিশদের চাকরি জাতীয়করণ করতে হবে। তাদের বেতন-ভাতা বাড়াতে হবে। তিনি গ্রাম পুলিশদের দাবি দাওয়া নিয়ে ওপর মহলে কথা বলারও আশ্বাস দেন এবং তাদের দাবি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ঘোষণা দেন।
সংবাদ সম্মেলন মঙ্গলবার
সরকারের পতন-পরবর্তী দেশের পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বিষয়ে মঙ্গলবার দুপুর ১২টায় পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাইসহ শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
নঈমুদ্দীন/এনএইচ