ঢাকা     রোববার   ১৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ৩০ ১৪৩১

জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ১৯ আগস্ট ২০২৪  
জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন গণঅধিকার পরিষদের দুই নেতা

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (১৯ আগস্ট) রাজধানীতে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠ‌কে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এবং জাতিসংঘের ঢাকা কার্যালয়ের মানবাধিকারবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান।

বৈঠ‌কে দেশের চলমান পরিস্থিতি ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষার আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণঅধিকার পরিষদের ভাবনা ও জাতিসংঘের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়। এ সময় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের চালানো গণহত্যার তদন্ত ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে। গণহত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল সহায়তাও কামনা করা হয়েছে। এছাড়া, রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সহনশীল, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করাসহ রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের কার্যকর ভূমিকার কথা বলা হয়েছে। তরুণদের প্রত্যাশা ও জন আকাঙ্ক্ষা পূরণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘ বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে বলে গণঅধিকার পরিষদকে আশ্বাস দেওয়া হয়েছে।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়