অভ্যুত্থানের সব শহিদকে সর্বোচ্চ সম্মান দিতে হবে: গণতন্ত্র মঞ্চ
সোমবার গণতন্ত্র মঞ্চের নেতারা পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা জানান
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদ হওয়া সবাইকে সর্বোচ্চ সম্মান দিতে রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।
সোমবার (১৯ আগস্ট) গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা রংপুরের পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে এ আহ্বান জানান।
গণতন্ত্র মঞ্চের নেতারা আবু সাঈদের মাসহ পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় তারা গণঅভ্যুত্থানে আহতদের উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল এবং গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলের নেতারা উপস্থিত ছিলেন।
নঈমুদ্দীন/রফিক