ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ের সিদ্ধান্তগুলো যৌক্তিক: ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ৮ সেপ্টেম্বর ২০২৪  
অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ের সিদ্ধান্তগুলো যৌক্তিক: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ীরূপ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রণয়ন করতে চায় বিএনপি। কাজেই নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

এসময় বিএনপির নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, ঘটনায় চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যান তিনি।

এমএ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়