ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ বিএনপিনেতার মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০২, ১২ সেপ্টেম্বর ২০২৪  
বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ বিএনপিনেতার মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকালে গুলিতে আহত বিএনপিনেতা পারভেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। 

পারভেজ রাজধানীর কাফরুল থানা ৯৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধন্যপুরের মিন্নত আলী হাজী বাড়ির নুর নবীর ছেলে। গত ৪ আগস্ট ঢাকায় আন্দোলনকালে মাথায় গুলিবিদ্ধ হন পারভেজ। ১ মাস ৮ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হলো।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু এবং কাফরুল থানা বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মোস্তফা কামালের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ৯টায় পারভেজের লাশ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। পারভেজের জানাজা শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কামারহাট ঈদগা ময়দানে হবে।

এমএ/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়