ঢাকা     সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৮ ১৪৩১

শীর্ষ‌নেতা‌দের হত্যার হুম‌কির প্রতিবা‌দে আহ‌লে সুন্নাতের বি‌ক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪৮, ২৩ সেপ্টেম্বর ২০২৪
শীর্ষ‌নেতা‌দের হত্যার হুম‌কির প্রতিবা‌দে আহ‌লে সুন্নাতের বি‌ক্ষোভ

সংগঠ‌নের চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী ও মহাসচিব উপাধ্যক্ষ আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হককে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানী‌তে বি‌ক্ষোভ ক‌রে‌ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপু‌রে জাতীয় প্রেসক্লাবের সামনে বি‌ক্ষোভ কর্মসূচি থে‌কে হুম‌কিদাতা সন্ত্রাসী জঙ্গী‌দের আইনের আওতায় এনে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সংগঠন‌টির নেতারা।

অ্যাড‌ভো‌কেট হেলাল উ‌দ্দি‌নের সভাপ‌তি‌ত্বে সমা‌বে‌শে নেতারা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে আইডি থেকে সন্ত্রাসীরা বেদা‌তি ও মাজারপুজারী আখ্যা দিয়ে আল্লামা নুরুল ইসলামী ফারুকীর মত আহলে সুন্নাতের শীর্ষ‌ আ‌লেম‌দের হত্যা করার হুমকি ‌দি‌চ্ছে। তারা আউ‌লিয়া কেরা‌মের মাজার ভে‌ঙে সু‌ফিবা‌দি আ‌লেম ওলামা‌দের হত্যা ক‌রে ইসলা‌মের না‌মে জঙ্গী রাষ্ট্র কা‌য়ে‌মের ষড়যন্ত্র কর‌ছে।

তারা আরও বলেন, দেশের প্রখ্যাত দুজন প্রথিতযশা হাদীস বিশারদকে হত্যার হুমকি দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র। ফ্যাসিবাদী সরকার পতনের পর মাজার, দরবারে হামলা ক‌রে আ‌রেক ফ্যাসিবাদীর জন্ম হ‌য়ে‌ছে।

সরকার হাঁকডাক দি‌লেও নতুন সরকার তা‌দের বিরু‌দ্ধে দৃশ্যমান কিছুই কর‌তে পা‌রে‌নি। সরকারের ব্যর্থতার কার‌ণেই ঘোষণা দিয়ে মাজারে হামলার পর এখন সুন্নী আলেমেদের হত্যার হুমকি দেওয়া হ‌চ্ছে।

আহ‌লে সুন্না‌তের শীর্ষ‌নেতা আল্লামা ফারুকী হত্যার বিচার না হওয়ায় জঙ্গী গোষ্ঠির তৎপরতা বাড়‌ছে জা‌নি‌য়ে নেতারা ব‌লেন,  আল্লামা ফারুকী‌কে হত্যা করে সুন্নী আলেমদেরকে সত্য কথা বলা থেকে বিরত রাখার চেষ্টা করেও যারা সফল হয়নি তারাই এখন হত্যার ষড়যন্ত্রে মেতে উঠছে। বাতিল সম্প্রদায়রা কুরআন-হাদীসকে ভিন্নভাবে উপস্থাপন এবং অলি-আউলিয়া বিরোধী বক্তব্য দি‌য়ে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। যা এখ‌নই থামা‌নো না হ‌লে ভ‌বিষ্যতে ভয়াবহ প‌রি‌স্থি‌তি ডে‌কে আন‌বে।

বক্তব্য রাখেন আহলে সুন্নাত নেতা অ্যাডভোকেট মুহাম্মদ ইকবাল হাসান, মুহাম্মদ আবদুল হাকিম, শাইখ মুহিউদ্দীন হামিদী, মাও. ইকরাম হোসাইন, ওবায়েদ উল্লাহ আশরাফী, মাও. জহিরুল ইসলাম তাহেরী, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, মুহিব্বুল্লাহ সিদ্দিকী, মুফতি ইদরীস হোসাইন, সরওয়ারে আলম গোলাপ, আমান উল্লাহ সুন্নী, ইফরাদুল ইসলাম, আনম সাইফুল্লাহ প্রমূখ।

নঈমুদ্দীন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়