ঢাকা     মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৯ ১৪৩১

‘অমিত শাহর বক্তব‌্য আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২৪  
‘অমিত শাহর বক্তব‌্য আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী’

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করবে বিজেপি সরকার, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এমন বক্ত‌ব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অমিত শাহর এ বক্তব্য আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী ব‌লে দাবি ক‌রে‌ছে দলটি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি ব‌লেছেন, ‘ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পা ওপরের দিকে ঝুলিয়ে রেখে সোজা করা হবে বলে যে বক্তব্য দিয়েছেন, তা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। আমি তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এ ধরনের বক্তব্য বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে না। বাংলাদেশের জনগণ ভারতের কাছ থেকে এ ধরনের বক্তব্য প্রত্যাশা করে না।’

তিনি আরও বলেন, ‘আমি এ ধরনের বক্তব্য পরিহার করার জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আহ্বান জানাচ্ছি এবং এই বক্তব্যের প্রতিবাদ করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।’

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়