ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

জিএম কা‌দেরের মামলা প্রত্যাহারের দাবিতে ‌বি‌ক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৬, ৮ অক্টোবর ২০২৪  
জিএম কা‌দেরের মামলা প্রত্যাহারের দাবিতে ‌বি‌ক্ষোভ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম‌্যান জি এম কা‌দের এবং তার স্ত্রী ও দ‌লের প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ অন্য নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত‌্যাহা‌রের দা‌বি‌তে বি‌ক্ষোভ মি‌ছিল ও সমা‌বেশ ক‌রে‌ছেন দল‌টির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয় থেকে মি‌ছিল বের ক‌রেন তারা। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে জাপার কার্যাল‌য়ে প্রতিবাদ সমা‌বেশ ক‌রেন নেতাকর্মীরা। সমা‌বেশে প্রধান অতিথির বক্তব‌্য পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মীর আবদুস সবুর আসুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই জাতীয় পার্টি সক্রিয়ভাবে ছাত্রদের পক্ষে ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রংপুরে মামলা হ‌য়ে‌ছে। অনে‌কে গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছেন। আন্দোলনের সমর্থনে পা‌র্টির এমপিরা ৩ জুলাই সংসদে তখনকার প্রধানমন্ত্রীর সামনে বক্তৃতা করেছেন। যখন ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে আটক করা হলো, জাতীয় পার্টি তাদের মুক্তি দাবি করেছিল। ছাত্র আন্দোলনে যখন গুলি চালানো হলো, জাতীয় পার্টি এর প্রতিবাদ করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিলাম আমরা। 

তিনি বলেন, রাজনীতিবিদদের মধ্যে সবার আগে রংপুরে গিয়ে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন আমাদের নেতা গোলাম মোহাম্মদ কাদের। শহিদ আবু সাঈদের শোকার্ত বাবা-মাকে সান্ত্বনা দিয়েছিলেন তিনি। দুঃখের বিষয় হচ্ছে, একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকার করতে জাতীয় পার্টিকে ছাত্র আন্দোলনের বিপক্ষের দল হিসেবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে। যে আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি, আমাদের নেতাকর্মীরা হামলা-মামলার শিকার হয়ে জেল খেটেছেন; সেই আন্দোলনের হত্যা মামলায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ জাতীয় পার্টির নেতাকর্মীদের আসামি করা হচ্ছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।

মীর আবদুস সবুর আসুদ আরও ব‌লেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ সকল নেতাকর্মীর নামে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন—জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন, যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ ভাসানী, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম সাংগঠনিক মো. হেলাল উদ্দিন, এম এ সোবহান, যুবনেতা দ্বীন ইসলাম শেখ, ইউসুফ লস্কর, সাব্বির আহমদ, ফারুক আহমেদ, আয়নাল হোসেন, ডালিম মিয়া, শেখ সারওয়ার, লায়ন ইমরানুল হক, সামসেদ তাবরেজ, মোহাম্মদ উল্ল্যাহ, ছাত্রনেতা নাজমুল হাসান রেজা, মো. ইউসুফ, ইঞ্জিনিয়ার জুবায়ের আহমেদ, মো. শিমূল শিকদার, হিমেল আহমেদ, মটর শ্রমিক নেতা  মেহেদী হাসান শিপন, আব্দুর রহিম, মো. রফিক, মেহেদী হাসান রুবেল, মুজাহিদ আলম, গোলাম মোস্তফা, লুৎফর রহমান, রিয়াজ আহমেদ, শেখ শরীফ, খলিলুর রহমান, শহর আলী, ইউসুফ আলী, আবুল কালাম, মোস্তফা ইসলাম, দুলাল মিয়া, হেলাল মন্ডল, মাসুদ, মো. রিপন, মাহবুবুর রহমান, ফজলুল হক চান, মো. হানিফ, মো. শহীদ, এনায়েত হাওলাদার খোকন, সোহেল রানা, মো. তুহিন, মো. বাবুল হোসেন, মো. নাজিম, মো. আশিক প্রমুখ।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়