ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

যেই সরকার গঠন করে সেই রাবণ হয়ে যায়: নুর 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ১৭ অক্টোবর ২০২৪   আপডেট: ১০:২৬, ১৭ অক্টোবর ২০২৪
যেই সরকার গঠন করে সেই রাবণ হয়ে যায়: নুর 

পথসভায় কথা বলেন নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন জন্ম দিয়েছি আমরা। সরকারি চাকরিতে একটি বৈষম্য এটা পরিবর্তন দরকার। রাজনৈতিক দলগুলো যারা গত ৫০ বছর ক্ষমতায় ছিলো যারা লঙ্কায় যায় তারাই রাবণ হয়, যেই সরকারে যায় পুলিশ বলেন, প্রশাসন বলেন সব তাদের নিয়ন্ত্রণে নেয়। সব কিছুতে তাদের নিয়মে পরিচালনা করার চেষ্টা করে। শুধু শেখ হাসিনার ১৫ বছর না, যে দল ক্ষমতায় ছিলো তারাই এরকম করেছে।

বুধবার (১৬ অ‌ক্টোবর) রাত ৯টার দিকে টাঙ্গাইলের গোপালপুর উপ‌জেলার নলিন বাজারে হেমনগর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আয়োজনে পথসভায় সাবেক ভি‌পি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা মানুষের ওপর যেভাবে জুলুম পীড়ন করেছে, নির্যাতন করে রাম রাজত্ব চালিয়েছিলে এ রকমভাবে আর কেউ করে নাই।

পথসভায় সংগঠন‌টির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান, তছলিম ইসলাম, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী।

কাওছার আহমেদ/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়