ঢাকা     শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৭ ১৪৩১

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

সংবাদ বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৪, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:১৩, ১ নভেম্বর ২০২৪
গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা দিলেন তারেক রহমান

হাসপাতালে আহতদের দেখতে বিএনপির প্রতিনিধি দল

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার মিরপুর, সাভার ও উত্তরায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহতদের চিকিৎসা সহায়তা এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধিদলটি আহত মুরাদ ইসলাম, হারুন মিয়া, বছির উদ্দিন, ওহিদুল ইসলাম অন্তর, মো. শহীদুল্লাহর সঙ্গে দেখা করেছেন।

শুক্রবার (১ নভেম্বর) রাজধানী ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন মুরাদ ইসলাম, সাভারে হারুন মিয়ার বাসা, বছির উদ্দিনের মিরপুরের বাসায় গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন। 

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. একরামুল হক একরাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ। আরো উপস্থিত ছিলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিয়ান হোসেন নিনাদ, শেকৃবি ছাত্রদলের বর্তমান সভাপতি তাপস কবির ও ছাত্রদল নেতা শাহিনুর ইসলাম রনি প্রমুখ।

এদিকে, চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের পাশে থাকার জন্য সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণআন্দলোনে উত্তরায় গুলিবিদ্ধ নবম শ্রেণির ছাত্র ওহিদুল ইসলাম অন্তর ও মো. শহিদুল্লাহ্কেও তারেক রহমানের পক্ষে চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম সদস্য মুস্তাকিম বিল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়