‘ফ্যাসিস্টের দোসর’দের রাজনীতি নিষিদ্ধের দাবি পিএনপির
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মজিবুল হক চুন্নুসহ ১৪ দলীয় জোটের শরিকদের ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর’ দাবি করে বিচারের পাশাপাশি তাদের রাজনীতি নিষিদ্ধ চেয়েছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)।
শনিবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলের পর গণজমায়েত থেকে দলটির নেতারা এ দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধানকে পচা-গলা করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে গণহত্যার মাধ্যমে দেশকে মৃত্যু নগরীতে পরিণত করেছেন। এই দেশ ও গণবিরোধী জঘন্য অপরাধের প্রধান দোসর জিএম কাদেরসহ ১৪ দলীয় জোট শরিক দলের মাস্টারমাইন্ডদের কারণে জনগণের ওপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার পথ বেছে নিয়েছেন শেখ হাসিনা।
তারা বলেন, যারা ক্ষমতালোভে অন্ধ হয়ে ব্যক্তিস্বার্থের জন্য জনগণের জীবন নিয়ে খেলা করে এবং গণহত্যায় সহযোগিতা করে, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, নিরস্ত্র ছাত্র-জনতার গণআন্দোলনে যে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে আজকে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, সেখানে কোনো ফ্যাসিস্টের দোসরদের ঠাঁই হবে না। অবিলম্বে জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মজিবুল হক চুন্নুসহ ১৪ দলীয় জোটের শরিক দলের প্রধানদের বিচার ও রাজনীতি নিষিদ্ধের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি।
পিএনপি সভাপতি ফিরোজ মোহাম্মদ লিটনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাহবুব রব, যুগ্ম মহাসচিব টি এম কামরুল হাসান হৃদয়, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান খোকন, সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক হাজী মো. নবী, মহিলাবিষয়ক সম্পাদক নাসিমা আক্তার, সহ প্রচার সম্পাদক দুলাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দ্রীয় নেতা শেখ মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ প্রমুখ।
নঈমুদ্দীন/এনএইচ