ঢাকা     বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৪ ১৪৩১

তারেক রহমান

পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দিতে হবে 

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:৩৭, ২৮ নভেম্বর ২০২৪
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর জোর দিতে হবে 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক  কর্মকাণ্ডের বিষয়ে জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, ‘লেখাপড়া করে মেধার ভিত্তিতে যেমন ডাক্তার, প্রকৌশলী, আর্কিটেক্ট হতে হবে তেমনি পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পী তৈরি করতে হবে। কারণ, একজন পেশাদার খেলোয়াড় কিংবা শিল্পীও তার পেশার মাধ্যমে পরিবারকে সাহায্য করতে পারেন।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) লালমনিরহাটের বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪’র ফাইনাল ম্যাচে লন্ডন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এটি ছিল ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ৬ষ্ঠ তম আসর।

আরো পড়ুন:

‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪’র ফাইনাল ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মির্জা আব্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পদক আসাদুল হাবিব দুলু।

অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ ও ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনুষ্ঠানে বক্তৃতা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ স্বৈরাচার বিদায় করেছে। সামনের দিকে দেশ গড়ার পালা। এ প্রত্যয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ গড়তে আমরা ৩১ দফা দিয়েছি। দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

আগামীদিনে পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এর পাশপাশি ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পী তৈরির কাজ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিকভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে আমরা দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করবো। বাইরের দেশের খেলোয়াড়ের উপর নির্ভরশীলতা কমাতে হবে। সবকিছু হবে সরকারিভাবে।

এ প্রসঙ্গে, উদাহরণ হিসেবে শহিদ জিয়ার আমলের ‘নতুন কুড়ি’ অনুষ্ঠানের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ওই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ভাল সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ভাল শিল্পী বের করে আনা। বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী বেবী নাজনীন ‘নতুন কুড়ি’-ই ফসল।

তিনি বলেন, ‘ঠিক একইভাবে ভাল খেলোয়াড় বের করে আনতে আমাদেরকে ৮ থেকে ১০টি খেলা পছন্দ করে এসব খেলার ওপর জোর গুরুত্ব দিতে হবে। যিনি যে ধরনের খেলায় ভাল করবেন, তাদেরকে সেই খেলায় পারদর্শী করে তুলতে হবে। যাতে করে আন্তর্জাতিক ইভেন্টগুলোতে আমাদের খোলোয়াড়রাও ভাল ফলাফল বয়ে আনতে পারে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার বলেন,‘জনগণের ভোটে যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা সুখী-সমৃদ্ধ দেশ গড়ার জন্য প্রয়োজনীয় সব কাজের সাথে-সাথে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপরও জোর দেব। মেধাবী ডাক্তার, প্রকৌশলী, আর্কিটেক্ট বানানোর পাশাপাশি ভালো রাজনীতিবিদ, ভালো খেলোয়াড় ও শিল্পী তৈরী করতে পারি সেই চেষ্টা করবো।

তারেক রহমান বলেন, যে ব্যক্তি যে বিষয়ে মেধাবী, তার মেধাকে মূল্যায়ন করে সেই বিষয়ে দক্ষ করে তোলা হবে। সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করবে বিএনপি।

‘আমরা যদি বিভিন্ন খেলায় পেশাদার খেলোয়াড় এবং ভালো সাংস্কৃতিক কর্মী ও শিল্পী তৈরী করতে পারি’ তাহলে ওসব ক্ষেত্রে কর্মসংস্থানেরও ব্যবস্থা হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গত ১২ নভেম্বর শুরু হয় শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। বিএনপির রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক দল এতে অংশগ্রহণ করে। 

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়