ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

‘শুধু শেখ হাসিনাকে রক্ষায় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৪৬, ৪ ডিসেম্বর ২০২৪
‘শুধু শেখ হাসিনাকে রক্ষায় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত’

আগরতলা ইস্যুতে রাজধানীতে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত।’

বুধবার (৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষ বিক্ষোভ মিছিল গিয়ে শেষ হয় পুরানা পল্টন এলাকায়।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘‘ভারত নিজেদের গণতান্ত্রিক ও সেক্যুলার দেশ দাবি করলেও গোড়া হিন্দুত্ববাদকে পুঁজি করেই দেশটি পরিচালিত হচ্ছে। বিপরীতে বাংলাদেশ সবসময় অসাম্প্রদায়িক ভূমিকা পালন করে আসছে।’’

আরো পড়ুন:

দেশ রক্ষার জন্য সব শ্রেণি, পেশা, ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে দিল্লির ষড়যন্ত্র নস্যাৎ করবে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

রুহুল কবির রিজভী বলেন, ‘‘শিশু থেকে শুরু করে তরুণরা অকাতরে জীবন দিল। গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝড়েছে।’’

তিনি বলেন, ‘‘ভারত, আপনারা আমরা পাশাপাশি। ভারত এতটাই অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমাদের মহান আত্মত্যাগকে আপনারা ভুলণ্ঠিত করার চেষ্টা করছেন।’’

ঢাকা/এনএইচ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়