ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে জাপা চেয়ারম্যানের সাক্ষাৎ
রাজধানীতে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ শীর্ষ নেতারা
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ সাক্ষাৎ হয়।
রাজধানীর বারিধারায় ডিপ্লোম্যাটিক জোনে ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে গেলে জাপার চেয়ারম্যানকে স্বাগত জানান ব্রিটিশ হাইকমিশনার। এ সময় তারা সমসাময়িক রাজনৈতিক বিষয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্যিক অংশিদারত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সাক্ষাৎকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে ছিলেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।
ঢাকা/নঈমুদ্দীন/রফিক