ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৬ ১৪৩১

এই সময়ে উপদেষ্টা হাসান আরিফের প্রয়োজন ছিল: ফখরুল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:২৮, ২০ ডিসেম্বর ২০২৪
এই সময়ে উপদেষ্টা হাসান আরিফের প্রয়োজন ছিল: ফখরুল

অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় উপদেষ্টার মৃত্যুরে বিষয়টিকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করেন বিএনপির মহাসচিব। তবে এতে সংস্কার কার্যক্রম বন্ধ হবে না বলে মনে করেন তিনি।

পাশাপাশি শোক বার্তায় তিনি উপদেষ্টার পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরো পড়ুন:

এর আগে, বিকেলে হাসান আরিফের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি হাসান আরিফের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, ‌‘‘তিনি কেবল একজন স্বনামধন্য আইনজীবীই ছিলেন না, তিনি গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন। এই সময়ে তার প্রয়োজন ছিল।”

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ১০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপদেষ্টা হাসান আরিফ। 

ঢাকা/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়