ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ২ জানুয়ারি ২০২৫  
খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান। 

রাত সোয়া ৯টার দিকে তিনি সেখান থেকে বের হয়ে যান। বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

শায়রুল কবির খান বলেন, ‘‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছিলেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধানের সঙ্গে তার সহধর্মিণী ছিলেন। তারা প্রায় ৪০ মিনিট ফিরোজায় ছিলেন।’’

তিনি আরো বলেন, ‘‘সেনাপ্রধান বাসভবনে পৌঁছালে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান।’’ 

ফজলে এলাহি আকবরকে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, ‘‘সেনাপ্রধান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেজন্য তিনি দোয়া করেছেন।’’

উন্নত চিকিৎসার জন্য আগামী সপ্তাহে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়