ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: গয়েশ্বর

কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:১০, ৪ জানুয়ারি ২০২৫
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার পালিয়েছে। বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। কিন্তু দেশের মানুষ এখনো তাদের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরে পায়নি। তাই কাল বিলম্ব না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে অন্তর্বর্তী সরকারকে।”

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “১৬ বছর বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার মামলা, হামলার শিকার হয়েছে। বিএনপি নেতারা ঘরে ঘুমাতে পারেনি। স্বৈরাচারী হাসিনা সরকার দেশের মানুষের সাথে নির্বাচনের নামে তামাশা করেছে। দিনের ভোট রাতেই হয়ে গেছে। বাংলাদেশে আর জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। দিনের ভোট আর রাতে হবে না। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব দ্রুত নির্বাচনের মাধ্যমে  জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার ফিরিয়ে দিন।”

আরো পড়ুন:

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক  সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ, বিএনপি নেতা ঈশা খা, যুবদল নেতা পাভেল মোল্লা, মোহাম্মদ মোস্তাক হোসেন, রিপন প্রমুখ।

ঢাকা/শিপন/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়