যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন খালেদা জিয়া
খালেদা জিয়া
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ঢাকা ছাড়বেন তিনি। পরদিন লন্ডনে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হওয়ার কথা রয়েছে তার।
সোমবার (৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেছেন, ‘‘এই মুহূর্তে যেসব ফর্মালিটিজ আছে, সেগুলো সম্পন্ন করে আগামীকাল রাত ১০টায় কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়বেন। ঢাকা থেকে দোহায় পৌঁছে সেখান থেকে লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে রওনা হবেন তিনি।”
‘‘লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐহিত্যবাহী হসপিটাল আছে, এটি এনএইচএসের অধীনে একটি হসপিটাল… সেখানে উনাকে (খালেদা জিয়া) ভর্তি করা হবে। হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থেকে উনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। এই হসপিটালে উনি চিকিৎসাধীন থাকবেন।”
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে রাজকীয় বহরের এই বিশেষ বিমান দিয়েছেন, জানিয়ে অধ্যাপক জাহিদ বলেন, ‘‘কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আগামীকাল রাতে এই বিমানেই ম্যাডামের লন্ডন যাত্রা শুরু হবে।”
আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের চারজন চিকিৎসক এবং প্যারামেডিক্সগণ থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ছয় জন সদস্য এই বিমানে যাবেন। তারা হলেন- অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফ এম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।
এছাড়া, খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী থাকবেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন।
‘দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা’
ডা. জাহিদ বলেছেন, ‘‘আপনাদের মাধ্যমে সকলের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করেছেন। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন। তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ম্যাডাম সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, দল ধন্যবাদ জানিয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ধন্যবাদ জানিয়েছেন।”
‘‘ম্যাডাম যাতে সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানীতে আবার আমাদের মাঝে ফেরত আসতে পারেন, সেজন্য দলের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ স্থায়ী কমিটির সবাই আপনাদের (সাংবাদিকদের) মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ম্যাডামের পরিবারও ম্যাডামের জন্য দোয়া চেয়েছেন।”
‘এখন লন্ডনের হাসপাতালেই চিকিৎসা’
ডা. জাহিদ বলেন, ‘‘ম্যাডামের নানা শারীরিক জটিলতা রয়েছে, যা আমরা বিভিন্ন সময়ে বলেছি। সর্বোপরি, উনার লিভারের জটিলতাটা অর্থাৎ লিভার সিরোসিস পরবর্তীতে কম্পেনসেন্টারি লিভার ডিজিজ বলে- গ্রেড-টু- সেটার জন্য টিপস (চিকিৎসা বিজ্ঞানের বিশেষ পদ্ধতি টিআইপিস- টিপস) করা হয়েছে। টিপসের কিছু টেকনিক্যাল আসপেক্ট আছে, অ্যাডজাস্টমেন্টের বিষয় আছে…। হার্টে স্টেন্টিং করার পর চেক করে আবার সেটার জন্য রি-স্টেন্টিং করে অথবা চেক করে দেখে যে, স্টেন্টিংটা ভালোভাবে কাজ করছে কি না…। এই জিনিসগুলো তো আমরা করতে পারি নাই।”
‘‘হার্টে উনার ব্লক ছিল একাধিক। লাইফ সেভিং যেটুকু পোরশন, সেটুকু করা হয়েছিল ওই সময়ে। কারণ, ওই সময়ে উনার শারীরিক সুস্থতা ওইরকম ছিল না। উনার আরো যে ব্লক আছে, সেটা অ্যাড্রেস করার দরকার আছে। উনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে, সেটা অ্যাড্রেস করতে হবে…। করোনা-পরবর্তীতে উনার কিছু জটিলতা হয়েছে, সেগুলো নিরসন করার ব্যবস্থা নিতে হবে…। এটা ওভারঅল থ্রো চেকিংয়ের জন্য, যেটা আমাদের দেশে হয়েছে...। আমাদের দেশের ফিজিশিয়ানরা, এভারকেয়ার হসপিটালের স্টাফরা বেস্ট…। এই ব্যাপারে আমাদের ম্যাডামের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের ডিস্যাটিসফেকশন নাই। সবাই হ্যাপি, উই আর হ্যাপি অলসো, দল হ্যাপি। কাজেই আরো কিছু উন্নত করার জন্য সেখানে আরো থ্রো চেকিং হবে।”
তিনি বলেন, ‘‘লিভার ট্রান্সপ্ল্যান্টের- আমাদের মনে রাখতে হবে, উনার যে বয়স- লিভার ট্রান্সপ্ল্যান্টের বিষয়ে সিদ্ধান্ত হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট ইউনিটে যাওয়ার পরে…। ওখানে ওই সুবিধাটা আছে…। সো দে উইল ডিসাইড যে, হোয়াট উইল বি দ্য নেক্সক্ট কোর্স অব ট্রিটমেন্ট।”
‘‘এখানে বসে আমরা জানি না, আমাদের কালকের জার্নিটা কেমন হবে? আমাদের এমনও হয়েছিল যে, আমরা ডেট করে ফেলেছিলাম, কিন্তু সেই ডেট ডিফার করতে হয়েছে ডিউ টু হার হেলথ কন্ডিশন। কাজেই কাল ১০টা পর্যন্ত হোয়াট উইল হ্যাপেন, উই ডোন্ট নো। আপনাদের মনে রাখতে হবে, উই আর হ্যান্ডলিং এ পেসেন্ট, যার মাল্টিপল ডিজিজ আছে। সেজন্য আমরা লন্ডন ক্লিনিকে, যেটি মাল্টি ডিসিপ্ল্যানারি অ্যাডভান্স সেন্টার, সেখানে নিয়ে যাচ্ছি। সেখানকার চিকিৎসকরা উনাকে দেখে তারপরে ডিসিশন হবে, উনার নেক্সক্ট কোর্স অব ট্রিটমেন্ট কী হবে?”
যুক্তরাষ্ট্রে চিকিৎসার বিষয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ বলেন, ‘‘যদি ওখানে (লন্ডন ক্লিনিক) সুপারিশ করে যে, ইয়েস শি নিডস..., তাদের এখানে নাই, জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপিটাল নিয়ে যেতে হবে…। তখন হয়ত যাওয়ার একটা প্রশ্ন আসে।”
পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাবেন কি না, এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সুস্থ থাকলেই ফেরার সময়ে বা কোনো এক সময়ে মানুষ চাইলে কিন্তু ওমরাহ করা যায় না… আল্লাহ চাইতে হয়। কাজে রাব্বুল আলামিন যদি ইনশাআল্লাহ কবুল করেন, ডেফিনিটলি ম্যাডাম সেটা করবেন…। এটা কিন্তু প্রিডিসাইড না যে, এটা করবেনই।”
‘‘হজ এবং ওমরাহ অবশ্যই আল্লাহ চাইতে হবে। টিকিট করার পরে, যাওয়ার পরেও এমনও হয়েছে, অনেকে করতে পারেন না। উনি একজন ধার্মিক মানুষ… মনের ইচ্ছা আছে। উনি সুযোগ পেলে হজ করেছেন। ওমরাহ করেছেন পরিবারের সদস্যদের নিয়ে বেশ কয়েকবার। এত নির্যাতন, অত্যাচার, কষ্টের পরে শুকরিয়া আদায় করার জন্য ডেফিনিটলি উনার ওমরাহ পালনের আগ্রহ আছে।”
ঢাকা/এনএইচ/রফিক