ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩১, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ২৩:৫৬, ৭ জানুয়ারি ২০২৫
লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া

হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দনে অবস্থান করা কাতারের আমিরের পাঠানো এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটের দিকে ওঠেন খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা। ছবি: রাইজিংবিডি।

লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার শেষমুহূর্তে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ওঠেন। এর আগে গুলশানের বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তায় লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে রাত ১১টার কিছু আগে বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। 

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বিএনপি নেতারা জানিয়েছেন, সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন। প্রয়োজন হলে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন। 

আরো পড়ুন:

ঢাকা/সুকান্ত/রাসেল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়