লন্ডনের পথে খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ছবি: রাইজিংবিডি।
লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের নিয়ে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে।
রাত সাড়ে ১১টায় ভিআইপি টারমাক থেকে বিমানটি রানওয়ের দিকে এগোতে থাকে; এর কয়েক মিনিটের মধ্যে সেটি উড়াল দেয়।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বিমান উড্ডয়নের তথ্য নিশ্চিত করেন। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডামকে নিয়ে যাত্রা শুরু করেছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। আপনাদের (গণমাধ্যমকর্মী) মাধ্যমে ম্যাডামের জন্য দেশেবাসীর কাছে দোয়া চাই।”
খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদকে। বিমানবন্দরের ভিআইপি টারমার্কে এয়ার অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলীয় প্রধানকে বিদায়ী শুভেচ্ছা জানান।
খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কাতারের রাজধানী দোহায় বিরতি দেবে, সেখানে থেকে যাবে লন্ডনে। সফরসূচি অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা বিমানটির।
লন্ডনে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানানোর কথা তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। আগেই এজেডএম জাহিদ হোসেন বলেছিলেন, যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেবেন খালেদা জিয়া; প্রয়োজন হলে সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন।
মঙ্গলবার সন্ধ্যায় গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের দুই পাশে লাখো নেতাকর্মী ভিড় করেন খালেদা জিয়াকে বিদায় জানাতে। গুলশানের বাসা ফিরোজা থেকে বের হওয়ার পর রাস্তার দুই পাশে শোনা যায় মুহুর্মুহু স্লোগান। উত্তাল জনতার ভিড়ে স্লোগানের মধ্য দিয়ে ধীরে ধীরে পার হয়ে বিমানবন্দরে পৌঁছাতে তার প্রায় আড়াই ঘণ্টা লেগে যায়। লাখো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত হয়ে রাত ১১টার কিছু আগে বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া।
বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে খালেদা জিয়ার গাড়ি ভেতরে প্রবেশ করে। সেখানে কিছু আনুষ্ঠানিকতা ছিল, যা শেষ করে তাকে ভেতরে যেতে হয়। এ সময় উল্লসিত নেতাকর্মীদের তার পিছে পিছে মিছিল নিয়ে যেতে দেখা যায়।
রাত ১১টা ১০মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবস্থান করা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স উঠে বসেন খালেদা জিয়া। তখনো বিমানবন্দর ঘিরে তার নামে স্লোগানের গর্জন শোনা যাচ্ছিল।
বিএনপি চেয়ারপারসন রাত সোয়া ৮টার দিকে গুলশানের বাসা থেকে সাদা রঙয়ের একটি গাড়িতে করে রওনা দেন। সেই গাড়িতে তার পাশে দেখা যায় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথিকে। গুলশানেও ছিল ব্যাপক ভিড়। সেই ভিড় ঠেলে ধীরে ধীরে রওনা দেয় খালেদা জিয়ার গাড়ি বহর।
বাংলাদেশের সাবেক এই ধানমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির তার রাজকীয় বহর থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠিয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টায় সেটি এসে পৌঁছায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠান ‘লন্ডন ক্লিনিকে’। এখানেই চিকিৎসাসেবা নেবেন খালেদা জিয়া। পূর্ব,পরিকল্পনায় ছিল লন্ডন হয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে চিকিৎসা নেবেন তিনি। তবে সেই পরিকল্পনা থেকে সরে এখন লন্ডন ক্লিনিকেই তার চিকিৎসার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।
লন্ডন ক্লিনিকে খুবই উঁচুমানের চিকিৎসা মেলে। এই ক্লিনিকেই ব্রিটিশ রাজপরিবারের সদস্য, এমন কি বিশ্বের বড় বড় ধনীরা চিকিৎসা নিয়ে থাকেন।
৭৯ বছর বয়সি খালেদা জিয়া সাত বছর আগে এই যুক্তরাজ্যেই চোখ ও পায়ের চিকিৎসা নিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর আর বিদেশ যাওয়া হয়নি তার। এই সাত বছরের মধ্যে কয়েক বছর জেলে কাটাতে হয়েছে তাকে।
ঢাকা/সুকান্ত/রাসেল