ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

সীমান্তে কাঁটাতারের বেড়া, হাসিনাকে ‘দুষলেন’ রিজভী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:৪৫, ১৩ জানুয়ারি ২০২৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, বাংলাদেশ সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে। দেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘যোগসাজশে’ ভারত এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন রিজভী। 

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিল আয়োজিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

এ সময় রিজভী বলেন, ‘‘দুইটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে যে কাজগুলো করা যায়, সেটা না করে ভারত জোর করে সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়েছে। শেখ হাসিনার যোগসাজশে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে ভারত ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে।”

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘আমাদের ৪ হাজার ৬০০ কিলোমিটার সীমান্তের মধ্যে তিন হাজার কিলোমিটারের বেশি জায়গাজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। ৮৫৬ বা ৮৫৭ কিলোমিটার বাকি আছে। আন্তর্জাতিক নিয়ম, বিধি-বিধান এবং দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তি, এমনকি যে আলাপ-আলোচনা হয়েছে, সেটাও মানছে না তারা। শূন্যরেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না। হতে গেলেও দুই দেশের মধ্যে যে আলাপ-আলোচনা করতে হবে, সেটা না মেনে লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারত।”

রিজভী বলেন, ‘‘এর বিরুদ্ধে যে জনগণ দাঁড়াতে পারে, বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রতিরোধের সাথে প্রতিরোধ গড়ে তুলতে পারে, এই দৃষ্টান্ত শেখ হাসিনার আমলে শেখ হাসিনা দেখাতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে, নির্দয়তা দিয়ে, নির্মমতা দিয়ে তিনি (শেখ হাসিনা) ভারতের সেবাদাসী হয়ে কাজ করেছেন।”

‘‘তিনি একটা কথা বলতেন, নিজের দলের লোকদেরও বলেছেন যে, আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায়, কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে, আপনাকে তো সবার আগে কেনা যায়। ভারত আপনাকে সবার আগে কিনেছে। কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গৌরবকে আপনি পদদলিত করে ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন’’— বলেন রুহুল কবির রিজভী।

জাতীয়তাবাদী রিকশা ভ্যান-অটো রিকশা চালক শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।

ঢাকা/নাজমুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট